আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন
- আপডেট সময় : ০২:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ২০৫৩ বার পড়া হয়েছে
আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। ঋতু বৈচিত্র্যে দেশের প্রকৃতি সেজেছে নতুন সাজে। তাই, বর্ষার প্রথম দিনেই সুর সঙ্গিতের মূর্ছনায় আষাঢ়কে বরণ করে নিলো উদীচি শিল্পগোষ্ঠী। ভোর থেকেই শুরু হয় বর্ষা উৎসব। ছিলো বর্ষার গান, নাচ ও আবৃত্তি। জীবন ও পরিবেশের সমন্বিত মিলনমেলায় সৃষ্টি হয় প্রানের স্পন্দন। আয়োজকরা জানান, অসাম্প্রদায়িক বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই, বর্ষা উৎসবের আয়োজন।
গ্রীষ্মের তাপদাহে সবাই চায় একটু শীতলতা। তাই এভাবে বর্ষার জলে শিক্ত হওয়ার কামনায়, নাচে গানে আয়োজন করা হয় বর্ষা উৎসবের।
ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত ও প্রানপ্রার্চুর্যে ভরা বর্ষা ঋতুকে স্বাগত জানাতে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে পসরা সাজায় উদীচী শিল্পগোষ্ঠী।
বর্ষাকে স্বাগত জানানোর আয়োজনে জীবন ও পরিবেশের সাথে মিলিয়ে সৃষ্টি হয় প্রানের স্পন্দন।
বর্ষার গানে মনে জাগে প্রেম-বিরহের খেলা।আড়াই ঘন্টার বর্ষা উৎসবে ছিলো বৃষ্টির গান পাঠও নাচ।
বর্ষা বরনের মিলনমেলায় ছুটে আসে বর্ষা প্রেমীরা।
আয়োজকরা জানান, আবহমান প্রকৃতিতে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্য। আর সেই সংস্কৃতিকে টিকে রাখার জন্য এই আয়োজন।
আষাঢ়ের এই মেঘলা সকাল জানান দিচ্ছে, প্রকৃতিতে এসেছে বর্ষা। উৎসবে শিল্পীরা রবীন্দ্রনাথের পছন্দের ঋতুকে গানে গানে স্বাগত জানান।