আজ পহেলা বৈশাখ
- আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আজ পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৭। করোনা ভাইরাসের মহামারির দুর্যোগের মাঝে শুরু হলো অন্য এক নতুন বাংলা বছর।
এবার দেশজুড়ে বৈশাখ বরণে মেতে উঠছে না জাতি। লাল-সাদা শাড়ি কিংবা পাঞ্জাবি পরে ঘর থেকে বেরুনোর তাড়া নেই কারো। বরং এবারের বৈশাখের আবাহন হয়ে উঠেছে, ‘ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে’। জনপথগুলো এখন জনবিরল। বিশ্ব ঐতিহ্যের খ্যাতি পাওয়া চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাও অনুষ্ঠিত হচ্ছে না। এবারের বৈশাখ নিজেকে ঘরে আবদ্ধ রেখে আর সবাইকে সুস্থ রাখার কথা উচ্চারিত হচ্ছে বাংলাদেশের প্রতিটি প্রান্তে। নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসে। এবারের বৈশাখ বিশ্বজুড়ে করোনার সংক্রমণের কারণে যে ‘রুদ্ধবাস’ চলছে তা থেকে মুক্ত করে নতুন দিন নিয়ে আসার প্রেরণা যোগাবে। নতুন বাংলা বছর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান অনুযায়ী সর্বত্র চলছে ডিজিটাল মাধ্যমে বর্ষবরণের বর্ণিল অনুষ্ঠানমালা।