আজ পুরান ঢাকার বাসিন্দারা উদযাপন করবেন সাকরাইন উৎসব
- আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পৌষ সংক্রান্তিতে আজ পুরান ঢাকার বাসিন্দারা উদযাপন করবেন সাকরাইন উৎসব। বিভিন্ন এলাকায় ঘুড়ি ওড়ানো, আতশবাজি ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়। এবারের উৎসবে এবার নিষিদ্ধ থাকছে ফানুস ও আতশবাজি। এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ডিএমপি।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, সাকরাইন উৎসবে নিষেধাজ্ঞা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় কমিউনিটি নেতাদের সঙ্গে কথা বলে নিষেধাজ্ঞা জানিয়ে দেয়া হয়েছে। এবার থার্টিফার্স্ট নাইটে ফানুস থেকে মাত্র ২০ মিনিটের মধ্যে সারাদেশ থেকে প্রায় ২০০টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। কয়েকটি আগুন আতশবাজির কারণেও হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আতশবাজির বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত তানজীম উমায়ের নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিলো বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এরই জেরে আজ পৌষ সংক্রান্তিতে ফানুস ওড়ানো ও আতশবাজি নিষিদ্ধে নির্দেশনা দেয়া হয়েছে।