আজ বসল পদ্মা সেতুর ৪০ তম স্প্যান, রইলো বাকি এক

- আপডেট সময় : ০১:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আজ বসানো হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাঝ নদীতে সেতুর ৪০তম স্প্যান”২-ই”। যার ফলে এখন মুল সেতুর দৃশ্যমান হলো ৬ হাজার মিটার অর্থাত ৬ কিলোমিটার।
স্প্যানটি বসানোর একদিন পূর্বে সকাল ১০ টা ২৫ মিনিটে ধূসর রঙ্গের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই- বহন করে মাত্র আধা ঘন্টার মধ্যে সেতুর পিলার দুটির কাছে এসে পৌছায়। এর পর রাতভর স্প্যানটিকে সেতুর পিলার দুটির কাছে স্প্যানটি বহনকারী ভাসমান জাহাজে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। পরে সকাল ১১ টা ৫ মিনিটে দেশী-বিদেশী প্রায় দু’শো শ্রমিকের প্রচেস্টায় স্প্যানটি পুরোপুরী বসাতে সক্ষম হয়। এর আগে মাত্র ৬ দিন পূর্বে সেতুর ১০ ও ১১ নাম্বার পিলারে ৩৯তম স্প্যান ”২-ডি” বসানো হয়েছিলো। আর গেলো দুই মাসে সেতুতে সব চেয়ে বেশি ৮টি স্প্যান বসানো হয়। এদিকে, সেতুর ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১ হাজার ২৮৫টি ও রেলওয়ের ২ হাজার ৯৫৯টি স্ল্যাবের মধ্যে ১ হাজর ৯৩০টি বসানো হয়েছে।