আজ মঙ্গলবার ও কাল বুধবার এই দু’দিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে
- আপডেট সময় : ১২:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার ও কাল বুধবার এই দু’দিনে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, আগামী মাসের প্রথম সপ্তাহে বন্যা শুরুর আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের ২৩টি জেলা আক্রান্ত হবে।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়ে থাকতে পারে পরবর্তী দুতিন দিন। তাপমাত্রা যেটুকু বেড়ে ভ্যাপসা গরম শুরু হয়েছে, সে জায়গায় কিছটু স্বস্তি ফিরবে। বাংলাদেশের পাশাপাশি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে উজান থেকে বাংলাদেশে প্রবেশ করা ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকায় পানি দ্রুত বাড়ছে। ভারতের আসাম ও মেঘালয়ের বৃষ্টির পানিতে মেঘনা অববাহিকার নদ-নদীর পানি দ্রুত বেড়ে আকস্মিক বন্যা হতে পারে। এতে জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশের অন্তত ২০টি জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। বন্যার পাশাপাশি দেশের তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারে ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা আছে।