আজ মধ্যরাত থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ
- আপডেট সময় : ০৪:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
প্রজনন বৃদ্ধি নিশ্চিতে পদ্মা-মেঘনাসহ দেশের ৬ অভয়াশ্রমের মধ্যে ৫টিতে মধ্যরাত থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। চলবে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত। এসময় অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ শিকার, মজুদ ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার।
মঙ্গলবার মধ্যরাত থেকে ৩০শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত দুই মাস বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ৫টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এদিকে, নিষেধাজ্ঞার দুই মাস নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রস্তুত চাঁদপুরের নৌপুলিশ। এই সময় ঋণের কিস্তি বন্ধ রাখার বিষয়টি জেলা টাস্কফোর্স কমিটিকে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। এদিকে, লক্ষ্মীপুরে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে করা হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক সভা ও সেমিনার। তবে পর্যাপ্ত খাদ্য সহায়তা না পেয়ে বাধ্য হয়ে অনেক সময় ঝুঁকি নিয়েই নদীতে মাছ ধরতে যাওয়ার কথা জানিয়েছে জেলেরা।