আজ মহান ভাষাশহীদ দিবস
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আজ অমর একুশে ফেব্রুয়ারি- মহান ভাষাশহীদ দিবস। বাঙালির শোক ও গৌরবের দিন। বোধকে শাণিত করে বাংলাকে সঙ্গী করে দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার সংকল্পের দিন। এই দিনটি শুধু বাঙালির নয়, বিশ্বের সব ভাষাভাষী মানুষেরও। মর্যাদার একুশ- একাধারে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শহীদ বেদিতে ফুল দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে জাতি। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন। এখনো তা অব্যাহত রয়েছে। গত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের সামরিক সচিবরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সিনিয়র পাঁচ নেতা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের ঢল নামে। করোনা পরিস্থিতির কারণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজনটি গত বছরের মতো এবারও করা হয় কিছুটা সীমিত পরিসরে।