আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ১২:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
শিরোপা নির্ধারণী শেষ রাউন্ডের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জয় পেলেও অ্যাতলেটিকো মাদ্রিদের পা ফসকানোর দিকে তাকিয়ে থাকতে হবে জিদান শিষ্যদের। রাতে মেসিকে ছাড়া এইবারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।
১৭ ম্যাচ হারের মুখ দেখেনি তবে গুরুত্বপূর্ণ সময়ে জয়বঞ্চিত হয়েছে রিয়াল। জিদান শিষ্যদের শিরোপা মূলত সে কারণেই হাত ফসকেছে। যদিও টাইটেল ধরে রাখা এখনও সম্ভব। সমীকরণে এখন গুণতে হচ্ছে টেবিল টপার অ্যাতলেটিকো মাদ্রিদকে। তাই ভিয়ারিয়ালকে তো হারাতে হবেই, সঙ্গে রোজি ব্লাঙ্কোদের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে। ইনজুরির কারণে মৌসুমের শেষ ম্যাচেও মাঠের বাইরেই থাকছেন রামোস-ভারানে-মেনডিদের। ছিটকে গেছেন কারবাহাল-ভাসকুয়েজরাও। করোনা আক্রান্ত টনি ক্রুস না থাকায় প্লে-মেকিং নিয়েও চিন্তা থাকবে জিজুর। তবে মদ্রিচ-ক্যাসিমিরোদের ফর্ম কিছুটা আত্মবিশ্বাস যোগাবে মাদ্রিদিস্তানদের। ফিনিশিংয়ে বেনজেমা-ভিনিসিয়াসরা তো বরাবরই আস্থার প্রতিদান দিচ্ছেন। এদিকে, শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া বার্সেলোনা লড়বে এইবারের বিপক্ষে। স্প্যানিশ লা লিগার আজকের এবং লিগ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবেন না প্রাণভোমরা লিওনেল মেসি। দু’টো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।