আজ রাত ১২টার পর থেকে আবার নদীতে মাছ ধরবে জেলেরা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০১:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আজ রাত ১২টার পর থেকে আবার নদীতে মাছ ধরবে জেলেরা। ২২ দিন পর জেলে পাড়ায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নিষেধাজ্ঞা শেষে আবার নদীতে নামতে মুখিয়ে তারা। অপরদিকে ২২ দিনের অভয়াশ্রমে কিছু অসাধু জেলে নদীতে নামলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন মৎস্য কর্মকর্তা।
দেশের ৬টি অভয়াশ্রমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলে মা ইলিশ রক্ষা কার্যক্রম। এর আওতায় চাঁদপুরের প্রায় ৬০ কিলোমিটার নদী এলাকা। কার্যক্রম বাস্তবায়নে প্রতিদিন চলে প্রশাসনের অভিযান। ২২ দিনে চাঁদপুরের সীমানায় মাছ শিকারের অপরাধে কারাদন্ড পান দুই শতাধিক জেলে।
এদিকে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতে সকল প্রস্তুতি সম্পন্ন জেলেদের। নিষেধাজ্ঞার সময সরকারের সহায়তার বরাদ্দ ২০ কেজি চাল দিয়ে সংসার চলে না জেলেদের। তার উপর রয়েছে কিস্তির বাড়তি চাপ। নিষেধাজ্ঞার সময়ে জেলের কিস্তি পরিশোধ বন্ধ রাখতে সরকারি হস্তক্ষেপের দাবি জানান তারা।
এ বছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলে আশা এই কর্মকর্তার। চাঁদপুর মৎস্য বিভাগের তথ্যে, চাঁদপুরে ৫১ হাজার ১শ’ ৯০ জন জেলে রয়েছে।