আজ শুরু হয়েছে রথযাত্রা মহোৎসব
- আপডেট সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ২১২৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব- রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে বসেছে লোকজ মেলা। প্রাচীন ঐতিহ্য হিসেবে সনাতন ধর্মের মানুষের বিশ্বাস অনুযায়ী ভগবানকে খুশি করার জন্য প্রতিবছর শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে এই ধর্মীয় রেলী বের হয়।তবে সবচেয়ে বড় ও প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হয় নগরীর প্রবর্তক মোড় থেকে ইসকনের তত্ত্বাবধানে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালদীঘির পাড়ে গিয়ে শেষ হয় রথযাত্রা। এছাড়া নন্দনকানন ও তুলশিধাম মন্দীর থেকেও আলাদা রথযাত্রা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তনুরাগীরা অংশ নেন।
গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। সকালে জেলা শহরের রথখোলায় রথটানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এর পরিসমাপ্তি হবে।
উৎসব মূখর পরিবেশে মাদারীপুরের বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। রোববার সকাল থেকে মাদারীপুরের বিভিন্ন মন্দিরে রথযাত্রা বের হয়। জেলার সদর,রাজৈর,শিবচর,কালকিনি,ডাসারের বিভিন্ন মন্দিরে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রথযাত্রা বের হয় । শিশু-কিশোরসহ হিন্দু ধর্মাবলম্বী সকল বয়সের হাজারো ভক্ত এতে অংশ নেন । রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়