আজ শেষ হচ্ছে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার
- আপডেট সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১৬৭০ বার পড়া হয়েছে
আজ মধ্যরাতে শেষ হচ্ছে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
শেষ দিনের প্রচারে জমজমাট ময়মনসিংহ সিটি নির্বাচন। ইকরামুল হক টিটু সকালে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন। নগরীর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে বিদায়ী মেয়রের কর্মকাণ্ডের সমালোচনা করেন
নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগে পরিবর্তনের স্বপ্ন দেখান আরেক মেয়র প্রার্থী। স্মাট ও পরিকল্পিত নগরী গড়তে ভোটারদের মূল্যবান সমর্থন চান আরেক প্রার্থী তাহসিন বাহার।
প্রচারনার শেষ দিনে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহব্বান জানান সাবেক মেয়র মনিরুল সাক্কু।ভোটারদের কেন্দ্রে আসা যাওয়ার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান নিজাম উদ্দিন কায়সার। ভোটের মাঠের প্রচারে ছিলেন অন্য প্রার্থীরাও।
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় শনিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
একইদিন পটুয়াখালী, জামালপুর বকশীগঞ্জ ও বরগুনা আমতলীতে সাধারণ নির্বাচন হবে।ময়মনসিংহের ত্রিশাল, মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন।