এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল
- আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কোভিড-১৯ মহামারীর কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেয়ায় আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
পুনরায় ফ্লাইট চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন দেয়া হবে বলে জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। বিশ্বের একাধিক দেশে নতুন ধরনের করোনা সংক্রমণের খবরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি সরকার। একই সঙ্গে স্থল ও জলপথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে। এতে আরো বলা হয়, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল এবং স্থল ও সমুদ্রবন্দর দিয়ে যাত্রীদের চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ২০ ডিসেম্বর মধ্যরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বের কয়েকটি দেশে কোভিড-১৯ রোগের নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়।