আজ ৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস
- আপডেট সময় : ০২:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
আজ ৩ ডিসেম্বর। এদিনে দেশের বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মুক্ত দিবস। চুড়ান্ত বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হলেও কোটালীপাড়ায় স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল ৩ ডিসেম্বর।এ অঞ্চলে পাক বাহিনী ও তাদের দোসররা ছিল খুবই শক্ত অবস্থানে। যুদ্ধ শুরু হলে কোটালীপাড়ার সন্তান পাকিস্থান সেনবাহিনীর সৈনিক প্রায়ত হেমায়েত উদ্দিন পাকিস্থান থেকে দেশে পালিয়ে এসে সাড়ে ৩ হাজার মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে গড়ে তোলেন হেমায়েত বাহিনী ও একটি ট্রেনিং ক্যাম্প। হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ১৮ জন মুক্তিযোদ্ধা শহীদ ও ২৪ জন আহত হন। এবং পাক সেনাদের পতন ঘটলে প্রায় ৫’শ পাকহানাদারকে পরাস্ত করে মুক্তিযোদ্ধারা কোটালীপাড়াকে শক্রমুক্ত করে।
আজ ৩ ডিসেম্বর, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী কাজিপুর থেকে পালাতে বাধ্য হয়। এ যুদ্ধে হানাদার বাহিনীর ৩ সদস্য আহত হলে তারা ক্ষুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধসহ ৩০জনকে পিঠমোড়া করে বেধে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। কাজিপুর যুদ্ধে আরও নিহত হন ১০৪জন।
পরে ভোরে কাজিপুর ছেড়ে পালিয়ে যায় পাক সেনারা।
মৌলভীবাজারের শমসেরনগর মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে শমসেরনগর পাক হানাদার মুক্ত ঘোষণা করে বিজয়ের পতাকা উড়িয়ে মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাসে মেতে উঠেন।