দ্বিতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রোভিডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে ভরাডুবির পর ওয়ানডেতে দারুনভাবে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। ব্যাটে-বলে সবদিক থেকেই আলো ছড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একই পুনরাবৃত্তি করতে চায় টাইগাররা। তবে ম্যাচের চার ক্যাচ মিস কিছুটা হতাশ করেছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে। ফিলিডিংয়ের জায়গায় আরো উন্নতি দরকার বলে মনে করেন তামিম। এ ম্যাচ জিতে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে তামিম ইকবালের দল।
ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো রোহিত শর্মার দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ভারতের বোলারদের তোপের মুখে পরে ইংল্যান্ড। ২৬ রানে হারায় ৫ উইকেট। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয় ইংলিশরা। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক জস বাটলার। এছাড়া ডেভিড উইলি ২১ ও ব্রাইডন ক্রেসের ব্যাট থেকে আসে ১৫ রান। শূন্য রানে সাজঘরে ফেরেন জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন। জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে ভারত। দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান মিলে বিনা উইকেটে ১১৪ রানের জুটি করে মাএ ১৮.৪ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
রোহিত শর্মা ৭৬ রান ও শিখর ধাওয়ান ৩১ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ নেন ৬ উইকেট ও মোহাম্মদ শামি নেনে ৩ উইকেট। ম্যাচ সেরা হন জাসপ্রিত বুমরাহ।
প্রীতি ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আর এই দুর্দান্ত জয়ের মাধ্যমেই রেড ডেভিলদের শুরু হলো এরিক টেন হাগের অধ্যায়।
ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের ১২ মিনিটে দলকে লিড এনে দেন জেডন সানচো। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডেরিকো স্যান্টোস। মিনিট তিনেকের মধ্যে ফরাসি স্ট্রাইকার অ্যান্টনি মার্শালের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ। তিন গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফেরার চেষ্টা মরিয়া লিভারপুল। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পায়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের ৭৬ মিনিটে ফ্যাকুন্দ্রো পেলিস্ট্রির গোলে ব্যবধান ৪-০ করে ম্যানইউ। পরে আর কোনো গোল না হওয়ায় ৪ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।