আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে তীব্র লড়াই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দখলে রাখা বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ ঘিরে আজারবাইজান-আর্মেনিয়া লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। সীমান্তে দুই দেশই ভারী কামান মোতায়েন করে গোলাবর্ষণ করছে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিহতদের মধ্যে সেনাসদস্য ছাড়াও রয়েছেন সীমান্তে বসবাসকারী বেসামরিক নাগরিকরা।এরই মধ্যে নারী ও শিশুসহ অন্তত শতাধিক নিহত হয়েছেন। এদিকে আজরবাইজানের ওই বিরোধপূর্ণ এলাকায় রুশ নির্মিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে আর্মেনিয়া। এ অভিযোগ করে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিপক্ষের সেনারা ফিজুলি, জাবরাইল, আগদেরে ও টার্টারমুখী পাল্টা-আক্রমণ করে হারানো এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে।