আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার বিষয়ে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আইওনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার বিষয়ে গ্রিসকে সতর্ক করেছে তুরস্ক।
জলসীমা ৬ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ১২ নটিক্যাল মাইল করা হলে এটি যুদ্ধের কারণ হবে বলে মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্ললু। ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি গ্রিস ও তুরস্কের সঙ্গে উত্তেজনা চলছে। এর মধ্যেই এথেন্সের এমন পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এর আগে মিসর ও গ্রিসের চুক্তির মধ্যে তেল-গ্যাসসহ সমুদ্রের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। সম্প্রতি পূর্ব ভূ-মধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজে অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূ-মধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।