আট দফা দাবিতে সিএন্ডএফ এজেন্টদের দুই দিনের কর্মবিরতি
- আপডেট সময় : ০২:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামসহ সারাদেশের নৌ, বিমান ও স্থল বন্দরগুলোতে কর্মবিরতি পালন করছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এর বিভিন্ন ধারা বাতিল ও সংশোধনসহ আট দফা দাবিতে চলছে এ কর্মবিরতি। এতে কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ রয়েছে। দুই দিনের এই কর্মবিরতি চলবে কাল পর্যন্ত।
সকাল থেকে শুল্কায়ন বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজে। এতে নতুন পন্য ডেলিভারি বন্ধ হয়ে গেছে। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন জানায়, গত কয়েক বছর ধরে ডিজিটালাইজেশনের নামে নিত্য নতুন আইন চাপিয়ে দিচ্ছে এনবিআর। এতে অনেক সিএন্ডএফ প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
এনবিআরকে অবহিত করেও কোন সুফল না আসায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষণার কথা জানান, সিএন্ডএফ এজেন্টরা।
এদিকে, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধন, সিপিসি ও এইচএস কোড সংক্রান্ত ভুলের কারণে শতকরা ২০০ থেকে ৪০০ ভাগ জরিমানা রহিতসহ বিভিন্ন দাবি মানা না মানায় সারা দেশের মতো বেনাপোলে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি পালন করা হচ্ছে।
এনবিআরকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।