আটক তাফসিরুল স্কুল জীবন থেকেই শিবিরের রাজনীতির সাথে জড়িত: র্যাব
- আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হুমকি দেয়ার অভিযোগে একজনকে ঝিনাইদহ থেকে আটক করেছে রেব। সংবাদ সম্মেলনে, রেব পরিচালক জানান, আটক তাফসিরুল স্কুল জীবন থেকেই শিবিরের রাজনীতির সাথে জড়িত। তার বাবা জামায়াতের নেতা, তার নামে নাশকতা ও হত্যার একাধিক মামলা রয়েছে।
সোমবার রাতে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর থেকেই কয়েকটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাঈদীর সঠিক চিকিৎসা হয়নি বলে গুজব ছড়াতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার অধ্যাপক এস এম মোস্তফা জামানকে তার মেসেঞ্জারে হত্যার হুমকি দেয়া হয়।
ডাক্তার মোস্তফা জামান মঙ্গলবার ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন বুধবার ঝিনাইদহ থেকে তাফসিরুল ইসলামকে আটক করা হয়। রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, আইটি এক্সপার্ট তাফসিরুল ভয় দেখাতে তথ্য বার্তা দিয়েছে।
তাফসিরুল স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের সদস্য জানিয়ে খ্ন্দকার আল মঈন বলেন, পারিবারিকভাবেই তাদের জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তার বাবা বিভিন্ন মামলায় জেলও খেটেছেন কয়েককবার।
এদিকে, সাঈদীর চিকিৎসকদের হুমকির ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটও একজনকে আটক করেছে।