আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা না করতে নগরবাসীর প্রতি আহ্বান
- আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির মধ্যেও বাজারে পর্যাপ্ত নিত্যপণ্যের সরবরাহ আছে। তাই আতঙ্কিত হয়ে বেশি কেনা-কাটা না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের দোকান পরিদর্শন শেষে একথা বলেন অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল জব্বার মন্ডল। নগরবাসীর অতিরিক্ত কেনা-কাটার প্রবণতার সুযোগে অসৎ ব্যবসায়ীরা দাম বাড়ানো ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ভোক্তা অধিকারে অভিযোগের পরামর্শ দেন তিনি।
করোনা ভাইরাস সংকট মোকাবিলায় রাজধানীর অর্ধ-শতাধিক এলাকা লকডাউন করা হয়েছে। করোনা রোগী পাওয়া গেলে, নতুন করে লকডাউনে পড়তে পারে অন্য এলাকাও। এমতবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়।
রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভীড় থাকলেও নিত্যপণ্যের কোন সংকট নেই। তবে চাহিদা বাড়ায়, কয়েকদিনের তুলনায় দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম বাড়ার যৌক্তিকতা জানান বিক্রেতারা।
বাড়তি চাহিদার সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি ও দাম বাড়ানো ঠেকাতে বাজারে সার্বক্ষণিক মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপণ্যের সংকট হবে না জানিয়ে প্রয়োজনের অতিরিক্ত কেনা-কাটা না করতে নগরবাসীর প্রতি অনুরোধ তাদের।
রাজধানীর যে কোন স্থানে কেনাকাটায় বাড়তি দাম হাঁকলে কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে, ভোক্তা অধিকারের হটলাইনে কিংবা স্বশরীরে অভিযোগে জানানোর পরামর্শও দেন সহকারি পরিচালক আবদুল জব্বার মন্ডল।