আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গুলিবিদ্ধ হওয়ার পর কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়ে তার অবস্থা এখন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নারা শহরে একটি অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে পেছন থেকে গুলি চালায় হামলাকারী। অ্যাবের হামলাকারীকে এরইমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন আবে। ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত দুদফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রোববার জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে ৬৭ বছর বয়সী আবে পদত্যাগ করেছিলেন। তিনি নিজে প্রার্থী না হলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির অন্য সদস্যদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তিনি।