আতলেতিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে আতলেতিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। বছরের শেষ ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
বার্সেলোনার মাঠে ড্রয়ের পর এবার পয়েন্ট হারিয়েছে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে। ম্যাচে দারুণ খেলেও জালের দেখা পায়নি জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে শুরতেই এগিয়ে যেতে পারত রিয়াল। ২০ মিনিটে টনি ক্রুসের নেওয়া শট ফেরে ক্রসবারে লেগে। আর ৩৩ মিনিটে করিম বেনজেমার শট গোল লাইন থেকে ফেরান আতলেতিক ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। ৬০ মিনিট আর ৮৬ মিনিটে একইভাবে গোলপোস্ট থেকে ফিরে আসে বল । এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে গেল তারা। এতে বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।