আত্মরক্ষায় প্রতিহতের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে উচ্ছৃংখল আচরণ করেছে বলে অভিযোগ করেছেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক পর্যায়ে পুলিশের উপর হামলা করলে বাধ্য হয়ে পুলিশ তা প্রতিহত করে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাধ্য হয়েই টিয়ারশেল ছোঁড়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের আক্রমণাত্মক মিছিলে পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন। পুলিশ বারবার শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা স্মরণ করিয়ে দিলেও তা অমান্য করে বিএনপির নেতাকর্মীরা।