আদর্শে নয়, প্রধান ২ দলের কর্মকাণ্ডে মিল আছে : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দেশের প্রধান দু’টি দলের মধ্যে আদর্শগত ফারাক থাকলেও কর্মকাণ্ডের দিক থেকে তাদের অনেক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, বিশেষ করে মানুষের অপছন্দের কর্মকাণ্ডের ক্ষেত্রে তাদের মধ্যে বেশ মিল। দেশের মানুষের প্রত্যাশা এখন বিকল্প রাজনৈতিক দল। জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাদের নিজস্বতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও জানান জিএম কাদের।