আদালতসহ সবকিছু নিয়ন্ত্রন করছে সরকার
- আপডেট সময় : ০৮:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিএনপির মুখ ছাড়া সবকিছু সরকারের নিয়ন্ত্রনে, আওয়ামী লীগ সাধারন সম্পাদকের এমন বক্তব্যে প্রমানিত হয় আদালতসহ সবকিছু নিয়ন্ত্রন করছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তার দাবি, আদালতের কথা না ভেবে রাজপথে থাকলে এতোদিনে মুক্ত হতেন খালেদা জিয়া। অন্যদিকে, আরেক নেতা সেলিমা রহমান বলেছেন, বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই ঘরে বসে না থেকে গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে এখনই শপথ নেয়া উচিত। সকালে জাতীয় প্রেসক্লাবে আলাদা আলোচনায় এসব কথা বলেন বিএনপি নেতারা।
জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের এই আলোচনায় যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। নিজ দলের সমালোচনার পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যেরও জবাব দেন তিনি।
৭ নভেম্বর নিয়ে আলাদা আলোচনায় অংশ নিয়ে দিনটির তাৎপর্য তুলে ধরেন সেলিমা রহমান। ৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের নিরলস কাজ করার আহ্বান জানান তিনি। দাবি করেন, সরকার দেশ ও জনগণের স্বার্থ না দেখে যারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাদেরকেই খুশি করতে ব্যস্ত। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় জনজীবনে নাভিঃশ্বাস, তাই এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান।
দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে মতভেদ ভুলে, সবাইকে এক কাতারে আসারও আহ্বান জানান বিএনপি নেতারা।