কাল শ্রম আদালতে যাবেন ড. মুহাম্মদ ইউনূস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস কাল শ্রম আদালতে যাবেন। তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য আছে, ফলে ড. ইউনূস আদালতে হাজির হবেন। আইনজীবী আরও বলেন, যদিও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এ মামলা প্রমাণ করতে সক্ষম হয়নি। শ্রম আইন লংঘন মামলায় এরই মধ্যে ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।