আদালতে রিজেন্টের সাহেদ করিমের দোষ স্বীকার
- আপডেট সময় : ০৮:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
অবশেষে আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন প্রতারক সাহেদ করিম। রোববার সিএমএম কোর্টের বিচারক রাজেশ চৌধুরীর আদালতে নিজের জামিন প্রার্থনায় সাহেদ বলেন, তাকে জামিন দেয়া হলে এবং তার প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হলে পাওনাদারদের অর্থ পরিশোধ করবেন তিনি। চতুর প্রতারকের কথায় সায় না দিয়ে সাহেদকে আবারো ২৮ দিনের রিমাণ্ডে পাঠিয়েছে আদালত। অন্যদিকে অবৈধ অস্ত্র মামলায় সাহেদকে আরো ১০ দিনের রিমাণ্ড দিয়েছে সাতক্ষীরার আদালত।
গেল ১৬ জুলাই থেকে শুরু হওয়া ১০ দিনের রিমাণ্ড শেষে রোববার আদালতে হাজির করা হয় রিজেন্ট হাসাপতালের মালিক সাহেদকে। এসময় দেশের আলোচিত এই প্রতারককে আরো ৬ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পাশাপাশি উত্তরার দুই থানায় দায়ের করা ৪ মামলায় সাহেদের ৪০ দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ২৮ দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।
এসময় আদালতে সাহেদ নিজেই তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো স্বীকার করেছেন বলে দাবী করে রাষ্ট্রপক্ষ। তবে আসামীপক্ষের কথায়ও ছিল একই ইঙ্গিত।
এদিন প্রতারণার ৪ মামলায় রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদকেও ২১ দিনের রিমাণ্ড দেয় আদালত।
অন্যদিকে অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে সাতক্ষীরার দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমাণ্ড দিয়েছে বিচারিক আদালত। আইনজীবীরা জানান, এই রিমান্ড মঞ্জুর করার কারণে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনায় রেব-৬ এ হস্তান্তর করা হবে।