আনন্দ-উৎসবের মাঝেই বিদায়ের সুর
- আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন মহানবমী। তবে রাত পোহালেই সকল ভক্তদের রেখে দেবী দূর্গা তার সন্তানদের নিয়ে ফিরে যাবেন কৈলাশে।সকালে বিহিত পূজার মাধ্যমে নবমীর শুরু হয়ে আরতি অঞ্জলীতে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের নবমী প্রার্থনা। দশমীতে দেবী বিদায়ের আগে এই অন্তিম সময়ে তাই দেবীর জন্য ভক্তদের ছিল প্রাণ ভরা শ্রদ্ধা আর ভক্তি।
নবমী মানেই আনন্দের মাঝে বিষাদের সুর……ষষ্ঠীর বোধন দিয়ে দেবিকে আবাহনের পর কাল দশমীতে হবে বিসর্জন।
মহানবমী দুর্গাপূজার অন্তিম দিন। পরের দিন দেবী ফিরে যাবেন স্বামী গৃহ কৈলাসে। তাই ভক্তদের আনন্দিত চেহারায় ফুটে ওঠে বিষাদের ছাপ।
এর আগে বিহিত পূজায় শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। দেবীকে দর্শন করতে দূর-দূরান্ত থেকে মন্দিরে আসতে থাকে ভক্তরা। সমস্ত দিন মণ্ডপে ঘুরে দেবীকে এদিন প্রাণ ভরে দেখছেন ভক্তরা। নিমগ্ন ধ্যানে আর প্রার্থনায় নিজেদের আকুতির প্রদর্শন অঞ্জলিতে।
শাস্ত্রীয় বিধান মেনে নির্বিঘ্নে পূজার সব আনুষ্ঠানিকতায় খুশি সনাতন ধর্মাবলম্বীরা। সকল মানব জাতির শান্তি ও সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটানোর প্রত্যাশা।
শাস্ত্র অনুযায়ী অশুভ, অন্যায়, পাপ পঙ্কিলতার বিরুদ্ধে ন্যায়, পূর্ণতা দিয়ে পৃথিবী ছাড়বেন দেবী।