আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। এবারের প্রতিপাদ্য ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। বিশ্বের জনগণকে নিজ দেশের তথ্য জানার সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হবে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন, তথ্যের অবাধ প্রকাশ জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত করবে।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
দেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরও সচেতন করতে ঢাকাসহ প্রতিটি জেলায় তথ্য অফিসের সহায়তায় রেলি, সমাবেশ, তথ্য অধিকারভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।