আন্তর্জাতিক বাজারের স্হিতিশীলতা আনতে তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারের স্হিতিশীলতা আনতে তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধাবার দেশটির এ ঘোষণায় মুহুর্তেই জ্বালানি তেলের মূল্যসূচক নেমে আসে ১৭ শতাংশে। এ সিদ্ধান্তে বাজারে লাগাম টানা যাবে বলে মনে করছেন বিষেশজ্ঞরা।
এক সপ্তাহ আগে তেল সমৃদ্ধ রাষ্ট্রের জোট ‘ওপেক’ সদস্য দেশগুলোকে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানায়। তাতে সাড়া দিয়েই এ সিদ্বান্ত নেয় শীর্ষস্থানীয় তেল উৎপাদক এ দেশটি। ঘোষণার পরই ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ১’শ ১২ ডলারে। আন্তর্জাতিক বাজারে গেলো সপ্তাহেই ১৩৯ ডলারে এ তেল বিক্রি হয়েছিলো। এর আগে, বাজার স্থিতিশীল করতে সংরক্ষিত ৬ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিলো, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন।