চলছে রোহিঙ্গা গণহত্যার বিচারের বিষয়ে মিয়ানমারের করা আপত্তির শুনানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বিচার আদালতে চলছে রোহিঙ্গা গণহত্যার বিচারের বিষয়ে মিয়ানমারের করা আপত্তির শুনানি। গাম্বিয়া জানায় উত্থাপিত আপত্তিগুলো এর আগেই আদালত নাকচ করে দিয়েছিলেন এবং এবারও তা প্রত্যাখ্যান করা উচিত।
নেদারল্যান্ডসের হেগে আইসিজে বুধবার এ শুনানি শুরু হয়। গাম্বিয়ার পক্ষে প্রথমে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল দাওদা জালো। তিনি বলেন, আদালতের সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য মিয়ানমার কোনো গ্রহণযোগ্য যুক্তি দেখাতে পারেনি। তাই মিয়ানমারের প্রাথমিক আপত্তি নাকচ করা উচিত। গাম্বিয়ার প্রতিনিধি হিসেবে গতকাল আদালতে ছিলেন দেশটির বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা জালো, সলিসিটর জেনারেল হুসেইন থমাসি। শুক্রবার মিয়ানমার দ্বিতীয় দফায় তাদের যুক্তি পেশের মাধ্যমে গাম্বিয়ার বক্তব্যের জবাব দেবে। তারপর ২৮ ফেব্রুয়ারি গাম্বিয়া দ্বিতীয় দফায় তার বক্তব্য তুলে ধরবে।