আন্তর্জাতিক মানের ডাকব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
প্প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের ডাকব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। তাই ডাক ও টেলিযোগাযোগ সেবাকে আরো আধুনিক এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বহুতল ডাক ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়া রেলমন্ত্রনালয়ের আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ ও সাশ্রয়ী করতে সমগ্র বাংলাদেশকেই রেলের আওতায় নিয়ে আসা হবে।
ডাকবাক্সের আদলে ১৪ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ভবনটির কাজ শেষ হয়েছিল ২০১৯ সালে । নির্মাণে ব্যয় হয়েছিল ৯২ কোটি টাকা। নির্মাণের পর দুই বছর ধরে পড়ে থাকা বহুতল ডাক ভবনের আনুষ্ঠানিক যাত্রা অবশেষে শুরু হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নান্দনিক এই ভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন ।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ডাকসেবাকে আরো সহজ ও দ্রুত করে কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায় সেদিকে দৃষ্টি দিয়েই সরকার কাজ করছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের ভীত বসান। নতুন এই রেললাইন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে, এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা।
দেশের উত্তরাঞ্চল থেকে আম পরিবহনে সহজ সুযোগ করে দিতে প্রতিবারের মতো এবারো উদ্বোধন করলেন ম্যাংগো স্পেশাল ট্রেন এর।