দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে নাঃ ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দলের ভেতরে বর্ণচোরা সেজে যারা অবৈধ অর্থসম্পদ বৃদ্ধির চেষ্টা করে দলের ভাবমূর্তি বিনষ্ট করবে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির প্রত্যেক নেতার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সুসময়ে দলে এসে যারা দলের নাম ভাঙ্গিয়ে অনিয়মের আশ্রয় নেয় তাদের কাউকে আর সুযোগ দেয়া যাবে না। আওয়ামী লীগে অর্থলোভী, ষড়যন্ত্রকারীদের আর স্থান নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে আছে।