আন্দোলনের ধরন পরিবর্তন করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের আন্দোলন পরিস্থিতি নিয়ে রাতে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি।
এসময় তিনি বলেন, একজন উপাচার্য থাকলেন কী থাকলেন না, তা সমস্যার সমাধানে কোনো প্রভাব ফেলবে না। শিক্ষার্থীদের দাবির ব্যাপারে কী করা সম্ভব সেটাই খুঁজে বের করা চেষ্টা চলছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আন্দোলনের অভিযোগ, অসন্তোষ সবই সমস্যার বহিঃপ্রকাশ। মূল সমস্যা খুঁজে বের করে তার সমাধানে কাজ চলছে।সংকট নিরসনে আন্দোলকারীরা চাইলেই আলোচনার উদ্দেশে সিলেট যেতে প্রস্তুত তিনি।
এদিকে, অনশন ভাঙার পর এবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ধরন পরিবর্তন করেছেন। তবে দাবি আদায়ের আগ পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শাবিপ্রবি উপাচার্যকে বাসভবনে অবরুদ্ধ করে রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব অবরোধ তুলে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটক খুলে দেয়ার কথা জানান তিনি। তালা খুলে দেয়া হবে সব একাডেমিক ভবনেরও। তবে, অনশন থেকে সরে আসা হলেও ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ দফা দাবি পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব নিয়েছেন ড. জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক। শিক্ষার্থীদের টানা ১৬৩ ঘণ্টা ১৭মিনিটের অনশন বুধবার সকালে ভাঙান তারা। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।