আপত্তিকর বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
৭৫’এর ১৫ আগস্ট স্মরণ করিয়ে দিয়ে জনসভায় আপত্তিকর বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুঃখ প্রকাশ না করায় মিনুর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
রোববার এক বিবৃতিতে রাজশাহীর সাবেক মেয়র মিনু তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। রাজশাহী নগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন ই-মেইলে বিবৃতিটি গণমাধ্যমের কাছে পাঠিয়েছেন। এর আগে মিনুকে ক্ষমা চাইতে নগর আওয়ামী লীগের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হয় শনিবার সন্ধ্যায়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ক্ষমা না চাইলেও পর দিন তিনি দুঃখ প্রকাশ করেন। মিনুর বিবৃতি পাঠানোর আগে আলটিমেটামের সময় শেষ হওয়ায় নগর আওয়ামী লীগ মিনুর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে।