আপাতত কিছুটা শান্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আপাতত কিছুটা শান্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সন্ধ্যার মধ্যে প্রভোস্টের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ফিরে গেছে শিক্ষার্থীরা। এদিকে, এই হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান।
শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারী ছাত্রীরা। গতকাল সন্ধ্যার দিকে ওই দুই কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। আজ সন্ধ্যা সাতটায় তাঁদের বেঁধে দেয়া সময় শেষ হবে। এর মধ্যে তিন দফা দাবি বাস্তবায়িত না হলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। প্রভোস্ট করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা সময় চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রীদের অভিযোগ, অনেক দিন ধরেই ওই হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুত্ব না দিয়ে, উল্টো খারাপ ব্যবহার করেন প্রভোস্ট। বৃহস্পতিবার রাত থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এদিকে, হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান।