আপাতত চেয়ারম্যান বাড়ি এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
- আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ভবনটি বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয় নি। ছিলো না অগ্নি নির্বাপন ব্যবস্থা, এমনটাই জানালো ফায়ার সার্ভিস। এদিকে, আপাতত চেয়ারম্যান বাড়ি এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে, জানালেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কার্টনের গোডাউনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা যায় সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি কারখানা ছিল। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গেছে তিন তলায় বেশ কয়েকটি ক্রেস্ট তৈরির দোকান ছিল।