আপাতত সীমিত পরিসরেই চলবে শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে, সীমিত পরিসরেই চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বেশি ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের বাসায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আরো জানান, ৩১ জানুয়ারির মধ্যে প্রায় সোয়া লাখ শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হবে।
দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ রাখা হবে, তা নিয়ে উদ্বীগ্ন নানা মহল। এই অবস্থায় রোববার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের সুপারিশ জানাতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি।
জানান, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে স-শরীরে সীমিত পরিসরে চলবে শিক্ষা কার্যক্রম।
বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের প্রতি জোর দেয়া হবে। এ মাসের মধ্যেই ১২ থেকে ১৮ বয়সী শিক্ষার্থীরা পাবে প্রথম ডোজ করোনার টিকা।
পুরো বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। সাতদিন পর আবারো পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসবেন কর্মকর্তারা জানান শিক্ষামন্ত্রী।