আপোষের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে চমক দেখিয়েছে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি

- আপডেট সময় : ০৩:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আপোষের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে চমক দেখিয়েছে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি। চলতি বছরে মামলা নিস্পত্তির হার ১০৭ দশমিক ৭৩ শতাংশ যার অধিকাংশ নিস্পত্তি হয়েছে দু’পক্ষের সমঝোতায়। বিচার প্রক্রিয়ায় জড়িতরা বলছেন, বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা দূর করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত চেষ্টায় এমন সাফল্য মিলেছে। এতে বাদী-বিবাদী উভয়ের হয়রানি কমেছে। সাশ্রয় হয়েছে অর্থ এবং সময়ও।
বিয়ের মাত্র দেড় বছরের মাথায় দু’লাখ টাকা যৌতুক দিতে না পারায় সংসার ভেঙে যায় রাজশাহীর বাঘা উপজেলার রুবিনা খাতুনের। কিন্তু দেন মোহর না পেয়ে আদালতে মামলা করেন তিনি। মাত্র দু’মাসের মধ্যে রায়ের আগেই আদালতের মাধ্যমে স্বামী দেনমোহর পরিশোধ করায় মামলাটি নিষ্পত্তি হয়েছে। আর ছেলে মারা যাওয়ার পর নাতিকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গোদাগাড়ীর ফাইজুদ্দিনের বিরুদ্ধে মামলা করেন তার পুত্রবধূ। এ মামলাটি নিষ্পত্তি হয়েছে। এতে সন্তুষ্ট বাদী ও আসামীপক্ষ।
২০১৯ সালের ডিসেম্বর মাসের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে জানানো হয়, এক বছরে রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে এক হাজার ৩৪১টি মামলা আপোষের ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে যৌতুক এবং পারিবারিক নির্যাতন সংক্রান্ত মামলাই ৭৩১টি। আদালতের মধ্যস্থতায় আপোস করে সংসারে ফিরেছেন ২৫২ জন দম্পতি। ৩৪১টি মামলায় বিচারপ্রার্থী নারীরা পেয়েছেন তিন কোটি ৭০ লাখ টাকা।
মামলা দ্রুত শেষ করতে আপষযোগ্য অভিযোগগুলো সম্মিলিতভাবে সমঝোতার উদ্যোগ, বিচারাঙ্গনের একটি যুগান্তকারী পদক্ষেপ- বলছেন রাজশাহী আইনজীবী সমিতি।
২০১৯ সালের ১১ মাসে মামলা দায়ের হয়েছে নয় হাজার ৪৭৪টি এবং নিষ্পত্তি হয়েছে ১০ হাজার ২০৭টি। নিষ্পত্তি হওয়া মামলাগুলোতে সাজা হয়েছে ২২ ভাগ আসামীর। আর খালাস পেয়েছেন ৭২শতাংশ।