আফগান নারীদের অধিকার নিয়ে নাক না গলানোর জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আফগান নারীদের অধিকার নিয়ে নাক না গলানোর জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন।
আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর দেশটির নারীদের প্রতি তালেবানের আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছে। পশ্চিমাদের এ উদ্বেগের জবাব দেন সুহাইল।সাক্ষাৎকারে সুহাইল বলেন, আফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে তাঁদের কোনো সমস্যা নেই। নারীদের শিক্ষা বা তাঁদের কাজ করার অধিকার নিয়েও কোনো সমস্যা নেই। একইসংগে পশ্চিমাদের উদ্দেশে তালেবানের মুখপাত্র বলেন, ‘একে অন্যের সংস্কৃতি পরিবর্তন করার চেষ্টা না করলেই হলো।
বার্তা সংস্থা রয়টারের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল ঘানি বারাদারকে প্রধান করে নতুন সরকারের ঘোষণা শিগগির আসছে। এ সরকারে মন্ত্রী হিসেবে থাকতে পারেন ২৫ জন তালেবান নেতা।