আফগানিস্তানে আটকে পড়েছে বাংলাদেশি ১৪ শিক্ষার্থী
- আপডেট সময় : ০২:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
তালেবান কাবুল দখলের পর বিভিন্ন দেশের নাগরিক কাবুল বিমানবন্দর হয়ে নিজ দেশে ফিরছেন। এদের মধ্যে বাংলাদেশের দেশে ফেরার অপেক্ষায় আছে ১৪ শিক্ষার্থী। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ শিক্ষার্থী আফগানিস্তানে ছুটি কাটাতে গিয়েছিলেন। তালেবান দেশটির ক্ষমতা দখলের পর তাঁরা আটকে পড়েন।
আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। এ অবস্থায় উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম এবং আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী সংস্থার দপ্তর চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে। উজবেকিস্তানে বাংলাদেশের দূতাবাসের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আফগানিস্তানে ২৯ জন বাংলাদেশির আটকে পড়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫ জন এরই মধ্যে আফগানিস্তান ত্যাগ করেছেন।