আফগানিস্তানে আত্মগোপন করে আছেন ২২০ জনেরও বেশি আফগান নারী বিচারক
- আপডেট সময় : ০২:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আফগানিস্তানে তারা ছিলেন নারী অধিকারের অগ্রদূত। দেশের সবচেয়ে কোনঠাসা মানুষদের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করতে তারা ছিলেন আইনের সুদৃঢ় রক্ষক। কিন্তু যে খুনি-অপরাধীদের তারা সাজা দিয়েছিলেন, আজ তাদের হাত থেকেই বাঁচতে আত্মগোপন করে আছেন ২২০ জনেরও বেশি আফগান নারী বিচারক।
আফগানিস্তান গত ১৫ অগাস্ট তালেবানের দখলে চলে যাওয়া এবং নতুন সরকার ক্ষমতা নেয়ার পর কারাবন্দি বহু তালেবানই মুক্তি পেয়েছে। তারা এখন খুঁজে ফিরছে সেই নারী বিচারকদের। তাই প্রতিশোধ হামলার শিকার হওয়ার ভয়ে আছেন এই বিচারকরা। আফগানিস্তানজুড়ে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা সাবেক ৬ নারী বিচারক কথা বলেছেন বিবিসি’র সঙ্গে। নিরাপত্তার কারণে তাদের কারও নাম জানায়নি বিবিসি।
নারী বিচারকরা দীর্ঘ ক্যারিয়ারে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার অভিযোগে শত শত অপরাধীকে সাজা দিয়েছেন। কিন্তু তালেবান তার শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর জেল থেকে মুক্তি পায় দোষী সাব্যস্ত হওয়া হাজার হাজার অপরাধী। এরপর থেকেই প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন নারী বিচারকরা। এখন তারা অনবরত জায়গা বদল করে লুকিয়ে লুকিয়ে থাকছেন।