আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত
- আপডেট সময় : ০৯:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের রাজধানী শহরের উপকণ্ঠে একটি সেনাঘাঁটিতে ওই হামলা চালানো হয়।
দেশটিতে গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায় এক ব্যক্তি। ওই অঞ্চলে বহুদিন ধরেই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে। গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত জানান, ৩০টি মরদেহ এবং ২৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এরা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে আফগান সরকার ও তালেবান। কিন্তু শান্তি আলোচনা নষ্ট করতে ইহুদীবাদী ইসরাইলের মদদে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। প্রায় দুই দশক ধরে চলা এসব সহিংসতায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।