আফগানিস্তানে গণহত্যার তথ্য লুকিয়েছে ব্রিটিশ বাহিনী
- আপডেট সময় : ১২:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আফগানিস্তান যুদ্ধে বেআইনিভাবে অসংখ্য আফগান নাগরিককে হত্যার পরে তথ্যপ্রমাণ ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ ব্রিটিশ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে। যুক্তরাজ্যের হাইকোর্ট বলেছেন তথ্যপ্রমাণ মুছে ফেলার এ কথা বলেছেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথিতে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, নিরাপরাধ ও নিরস্ত্র আফগান নাগরিককে সন্দেহ করলেই তাদের হত্যা করত যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর কর্মকর্তারা।
ওই নথিতে আরও দেখা গেছে, এসব অভিযোগ গোপন রাখা হয়েছিল এমনকি রয়েল মিলিটারি পুলিশকেও কিছু জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ওইসব প্রমাণ নতুন কিছু নয়। ইতিমধ্যে এগুলো নিয়ে তদন্ত হয়েছে। আফগানিস্তান যুদ্ধের সময় বিশেষ বাহিনীর বিরুদ্ধে বেআইনি হত্যার অভিযোগ এনে ২০১৯ সালে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিবিসি প্যানোরামা এবং সানডে টাইমস। আদালত ওই তদন্ত অনুসরণ করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করা হয়েছে কিনা তাও বিবেচনা করছেন হাইকোর্ট।