আফগানিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছেন
- আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানে পাকতিকা প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫০ জন। ভোরে দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে।রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান ও পাকিস্তান।
যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার-ইএসএসসি জানিয়েছে, ভূমকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।