আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একত্রে কাজ করবে কাতার ও তুরস্ক
- আপডেট সময় : ০১:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কাতার ও তুরস্ক আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একত্রে কাজ করবে বলে জানিয়েছে। কাতারের রাজধানী দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা।
সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই সংলাপ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে মানবিক সাহায্য প্রদান ও অর্থনৈতিক কার্যক্রম চালু রাখতে আঙ্কারার সাথে মিলে দোহা কাজ করে যাবে।
তুরস্ক ও তালেবান কর্মকর্তাদের সাথে মিলে কাতার আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চালু রাখতে কাজ করবে। শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে সংলাপে যুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী । এইক্ষেত্রে রাজনৈতিক ও মানবিক অবস্থানকে ভাগ করে নেয়ার কথা বলেন তিনি।