আফগানিস্তানের উত্তরাঞ্চলে আবারও ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৬০ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আবারও ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১১০ জন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারওয়ান প্রদেশ।
আফগান সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ওই প্রদেশেই অন্তত ৩১ জন নিহত হয়েছে। রবিবার থেকে রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পারওয়ান প্রদেশে ভারী বর্ষণ শুরু হয়, যা আজও অব্যাহত। দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় নদী ও খালগুলো উপচে পড়ে। বন্যার পানিতে ভেসে যাওয়া বহু মানুষ এখনও নিখোঁজ। পারওয়ান প্রদেশের তিন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং এসব জেলার অন্তত ১০০ বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। গত মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটে। গত কয়েক দশক ধরে আফগানিস্তানে সংঘাত চলতে থাকায় দেশটিতে বন্যার মতো দুর্যোগ ব্যবস্থাপনায় অর্থ খরচ করা সম্ভব হয়নি।