আফগানিস্তানের পাঞ্জশিরে সৃষ্ট সংঘাত আগামীতে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে
- আপডেট সময় : ০৯:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক পালাবদলের কারণে আফগানিস্তানের পাঞ্জশিরে সৃষ্ট সংঘাত আগামীতে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি।
শনিবার যুক্তরাষ্ট্রের ওই সামরিক কর্মকর্তা জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটি থেকে সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ যুগ্ম এ সেনাপ্রধান আরও বলেন, আফগানিস্তানের সকল শক্তিকে সংঘবদ্ধ করে কখনো তালেবান বাহিনী সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে । তিনি যুদ্ধের বিষয়ে আরও বলেন, গৃহযুদ্ধ শুরু হলে আগামী কয়েক বছরের মধ্যে আফগানিস্তান আন্তর্জাতিক জঙ্গিবাদের কেন্দ্র হয়ে উঠতে পারে। তখন আল কায়দা নেটওয়ার্ক ফের তাদের সংগঠিত করা শুরু করবে । এমনকি আইএস-সংগঠনও থেমে থাকবে না।
প্রসঙ্গত, গত প্রায় এক সপ্তাহ ধরে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরে তালেবান বাহিনী ও এনআরএফ যোদ্ধাদের মধ্যে সংঘাত চলছে।