আফগানিস্তানের হেরাত শহরে মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী। আহত হয়েছেন নয়জন। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন।
পুলিশ জানায়, মিনিবাসের জ্বালানি ট্যাংকে বোমা লাগানো ছিল। আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসকেপির বিরুদ্ধে। হামলাটি ঘটেছে একটি বাস টার্মিনালের কাছেই। এদিকে, নিরাপত্তা ইস্যুর পাশাপাশি আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই চলছে তীব্র আর্থিক সংকট। দেশটিতে স্থগিত করা হয়েছে পশ্চিমা সহায়তা। আফগানিস্তানের সম্পদের একটি অংশ আটকা পড়ে আছে বিদেশে।