আফগানিস্তানের ৭শ’ কোটি মার্কিন ডলার সম্পদের অর্ধেক টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের দেয়ার পরিকল্পনা ওয়াশিংটনের
- আপডেট সময় : ০৯:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের ৭শ’ কোটি মার্কিন ডলার সম্পদের অর্ধেক টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের দেয়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। বাকিটা দেয়া হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চরম আর্থিক সংকটে থাকা মানুষের সহায়তায়।
গতকাল আফগানদের ওই অর্থ জব্দের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবানের হাতে আফগানিস্তানের পতনের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ আটকে দেয়া হয়। হোয়াইট হাউস জানায়, জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে। নাইন ইলেভেনের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থের দাবিতে মামলা করেন। কাবুল পতনের পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সংস্থা আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা স্থগিত করে। এর মধ্যেই দেশটিতে দেখা দিয়েছে তীব্র খরা। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। গত মাসে জাতিসংঘ জানায়, ৯৫ শতাংশ আফগানের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য নেই।