আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি শেষ ,আদেশ ১৫ সেপ্টেম্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ দেয়া হবে ১৫ সেপ্টেম্বর।
ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এই শুনানি অনুষ্ঠিত হয়।
গত ২ সেপ্টেম্বর ২৫ আসামির মধ্যে গ্রেপ্তার ২২ জনের উপস্থিতিতে অভিযোগ গঠন শুরু হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। মামলার ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। গেল বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন আবরারের বাবা। ১৩ নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলার ২২ আসামি কারাগারে থাকলেও পলাতক রয়েছে তিনজন। এর মধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আটজন। আসামিরা সবাই নিহতের সহপাঠী ও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।